বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-৩০ ২২:৫১:৩০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আগামী ১ জুন শনিবার সারাদেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জেও একযোগে  পালন হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ওইদিন জেলার ২,২৮,৮৫৮ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।  বৃহস্পতিবার(৩০মে) বিকালে এ উপলক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে সাাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. রাকিবুল ইসলাম শিশুদের দেহ গঠন,মৃত্যুঝুঁকিরোধ, বিভিন্ন রোগ প্রতিরোধ ও রোগের চিকিৎসা এবং পূষ্টি পূরণে ভিটামিন ‘এ’ এর  অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। তিনি কোন কোন খাবারের মাধ্যমে মানুষ ভিটামিনটি পেতে পারেন.ভিটামিনটি দেহে কিভাবে কাজ করে ও এর প্রয়োজনীয়তা কতটুকু সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও বলেন, চর ও দূর্গমসহ জেলার সকল স্থানে শিশুদের ভিটামিন খাওয়ানোর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জেলা সম্প্রসারিত টীকাদান কর্মসূচী সুপারিনটেন্ডেন্ট আমীরুল মোমেনিন জীবন বলেন, পুরো জেলায় ৫টি উপজেলা,৪টি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নের প্রতিটিতে ক্যাম্পেইন পরিচালিত হবে। ৬-১১ মাস বয়সী ২৮,৬৩৮ জন শিশুকে একটি করে নীল রংয়ের ১ লক্ষ আইইউ ও ২লক্ষ ২২০জন শিশুকে ১টি করে লাল রংয়ের ২ লক্ষ আইইউ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভ্রাম্যমাণ ও স্থায়ীসহ ১ হাজার ২০৪টি কেন্দ্রে সকাল থেকে বিকাল পর্যন্ত শিশুদের টিকা খাওয়ানোর কাজ করবেন ২ হাজার ৭৯৮ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক।   
 

 


এ জাতীয় আরো খবর