যা নয় আরাধ্য অথচ তীব্র কাঁপন
চোখের জল, জানি তা বার বার
তবু কেন এ বেহায়া মন করে স্মরণ !
জানি ছোঁবার নয়, শত সহস্র যোজন দুর
তবু পোঁড়া মন গুমরে মরে হৃদয়ে !
জানি অতীত, তা বিভ্রম,
বিভ্রম হলেই বাঁচি তবু কেন তা জ্বলজ্বল !
জানি ঐ মুখ জলন্ত আগুন নয়
তবু তীব্র দহন ক্রোমাগত।
কেন জ্বলতে যাই বারে বার !
তবে কি দহনেই ছুঁই তাকে !
এ কি বিস্ময় ! অবিরত !