মঙ্গলবার (২৮ মে) কলকাতায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে এটি এমপি আনোয়ারুল আজীম আনারের মরদেহের খণ্ডিত অংশ।
তবে এবিষয়ে এখনও বাংলাদেশ বা কলকাতার প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।