বুধবার, জানুয়ারী ২২, ২০২৫

মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা হাসপাতালে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-২৮ ১৪:৪২:৪৫

মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা হাসপাতালে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন। গত সপ্তাহে তার ম্যাসিভ স্ট্রোক হয়। এরপর থেকে হাসপাতালেই আছেন তিনি। গতকাল তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন স্বামী সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ।
অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান, ‘গতকাল তার মাথায় একটি সার্জারি হয়েছে। তার পর থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন এই অভিনেত্রী। তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছে।’ 
সীমানা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬-আসরের সেরা দশের একজন। ২০১৪ সালে বিয়ের পর মিডিয়া থেকে একপ্রকার নিজেকে সরিয়ে নেন। 
সীমানার স্ট্রোক প্রসঙ্গে পারভেজ গতকাল সন্ধ্যায় ফেসবুকে জানান, তার স্ট্রোকটি বেশ বড় আকারের। একটি হাসপাতালে সীমানার অস্ত্রোপচার চলছে।


এ জাতীয় আরো খবর