শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪

স্বাগতিক বাংলাদেশ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয় তুলে নিলো

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-২৮ ১২:২২:৪৫

স্বাগতিক বাংলাদেশ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয় তুলে নিলো।সোমবার (২৭শে মে) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৭৩-২২ পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা।
খেলার প্রথমার্ধ থেকে প্রতিপক্ষকে চাপে রাখে স্বাগতিকরা। সেই চাপ সামাল দিতে পারেনি মালয়েশিয়া দলের খেলোয়াড়রা। প্রথমার্ধে ৩৭-০৪ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় মিজানুর রহমানের দল। 
দ্বিতীয়ার্ধেও কোন প্রতিরোধ গড়তে পারেনি মালয়েশিয়া। ১২ বার বাংলাদেশ দলের কাছে অলআউট হয় দলটি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ জয় পায় ৩৬-১৮ পয়ন্টে ব্যবধানে।
ম্যাচসেরা আল আমিন বলেছেন, 'জয়ের লক্ষ্য নিয়ে খেলেছি। ম্যাচ হাতে আসার পর পয়েন্টের জন্য খেলেছি। প্রতিপক্ষকে দুর্বল ভাবিনি। শক্তিশালী মনে করে খেলেছি। মূল লক্ষ্যই ছিল জয়ের। চতুর্থবারের মতো ট্রফি জিততে চাই। ঘরের ট্রফি ঘরেই রাখতে চাই।’
আগামী ২৯ মে এ গ্রুপে ইন্দোনেশিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে, দিনের প্রথম ম্যাচে পোল্যান্ডকে ৪৬-৩৯ পয়েন্ট ব্যবধানে পরাজিত করেছে ইন্দোনেশিয়া। 


এ জাতীয় আরো খবর