বুধবার, জানুয়ারী ২২, ২০২৫

রাখাইনের বেশ কিছু গ্রাম দখলে নিয়েছে বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-১৪ ২১:২৪:১১

রাখাইনের বেশ কিছু গ্রাম দখলে নিয়েছে বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মি। স্থানীয়রা জানিয়েছে, থান্ডওয়ে শহরের জি কিউন, মাইন সাং মাওসহ কয়েকটি গ্রাম দখলে নেয় বিদ্রোহীরা। তবে গ্রামে প্রবেশ করে বাসিন্দাদের কোন ক্ষতি করেনি তারা। 
এদিকে সংঘর্ষের কারণে কিছু গ্রামবাসী ইতিমধ্যেই পালিয়ে গেছে। রাজ্যের বুথিদাউং শহরের বেশ কয়েকটি গ্রামে সামরিক বাহিনীর অভিযান এখনো চলমান। কামানের গোলাগুলির মুখে শহরটির প্রায় ৭ হাজার মুসলিম নাগরিককে নিরাপদ জায়গায় আশ্রয় দিয়েছে আরাকান আর্মি। 
এদিকে, রাজ্যের কিয়াউকফিউ শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনীর। এ হামলায় আহত হয়েছেন একজন বেসামরিক নাগরিক।


এ জাতীয় আরো খবর