বুধবার, জানুয়ারী ২২, ২০২৫

সিআইপি সম্মাননা পেলেন মোহাম্মদ আইয়ুব খান, এফসিএ

  • সালাহউদ্দীন কুটু
  • ২০২৪-০৫-১৪ ২০:৪৮:৩০

মানিকগঞ্জের কৃতিসন্তান, মানিকগঞ্জ সমিতি, ঢাকা’র অন্যতম উপদেষ্টা, দেবনএয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আইয়ুব খান, এফসিএ দেশের রপ্তানী বাণিজ্যে অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে (সিআইপি) সম্মাননা অর্জন করায় মানিকগঞ্জ সমিতি, ঢাকা’র পক্ষ থেকে সমিতির সভাপতি প্রফেসর ডা. রওশন আরা বেগম এবং সাধারণ সম্পাদক ড. মো: আবদুর রউফ অভিনন্দন জানিয়েছেন। মোহাম্মদ আইয়ুব খান, এফসিএ তৈরী পোষাক, কৃষি, মুদ্রণ ও প্রকাশনাসহ বহুমুখী শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

 


এ জাতীয় আরো খবর