শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৫-১৪ ২০:২৪:০৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদও উপজেলার জিলিম ইউনিয়নের ২ নং ওয়ার্ডে শিমুলতলা সগুনা সড়কের উপর র‌্যাবের হাতে ১ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ আজাদুল ইসলাম ওরফে আসাদুল (২৫) নামে  এক যুবক গ্রেপ্তার হয়েছে। সে রাজশাহীর তানোর থানার চন্দ্রনকোটা গ্রামের মজিবুর রহমানের ছেলে। র‌্যাব জানায়,মঙ্গলবার (১৪মে) বিকাল ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
মঙ্গলবার(১৪মে) চাঁপ্ইানবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার আসাদুল এলাকার চিহ্নিত মাদক কারবারি। সীমান্তবর্তী এলাকা থেকে আনা মাদক চাঁপাইনবাবগঞ্জের বিভিন্নস্থানে সরবরাহে সে জড়িত। মঙ্গলবার মাদক সরবরাহকালে হাতেনাতে তকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদও থনায় মামলা হয়েছে।

 


এ জাতীয় আরো খবর