রাত্রি শেষ ফিকে আলোর আবহ,
ধূসরতা মুছে জেগে ওঠে প্রকৃতি,
অপেক্ষা শেষে উজ্জ্বল সুচনার বিমল দিন।
আরও একটি নবারুণ, রোদের তৃষ্ণা সুপ্রাচীন চোখে,
জাগায় গভীর আলোময় প্রজ্ঞা; বৃক্ষে পাতার কোষে
প্রশ্বাসের নির্যাস টুকু নিয়ে জেগে ওঠে জীবন।
বান্ধব আলো-কণায় শ্বাস-ধ্বনি ফিরে আসে!
রাত্রির সব অনিশ্চিয়তা কার্বনের কালো মুছে
অত্যুজ্জ্বল লিরিক...
সমতার শ্রেয়সী উত্তাপে মিলিয়ে যাচ্ছে অন্ধকার অশনি।
দীর্ঘশ্বাস জীর্ণ-আয়ু জিইয়ে রাখছে পাঁজরে ;
সব অবাঞ্চিত পটরেখা নিঃশব্দ প্রার্থনায় বিলীন...
এভাবেই ফিরে আসা বৃক্ষীয় জীবনের কাছে ---
বার-বার চৈতন্যের পরাভব জীবন থেকে জীবনে...
জন্ম থেকে বৃত্তাকার ধ্বনি ফিরে আসে নব নব জন্মে।
বন্ধু আইডি: ৪৯০