একে একে সবইতো নিলে
আমার আকাশ সাগর পৃথিবী সবকিছু
অকাতরে তোমাকে করেছি দান।
আমার সেই স্বর্ণালী রাত আর দ্বাদশীর চাঁদও নাহয় তোমারই থাক
আমি শুধু একটু জোছনা নেবো।
আমার দিনযাপনের প্রতিটা অন্ধকারকে জোছনার নিভু নিভু প্রদীপ জ্বালিয়ে আলোকিত রাখতে চাই।
এই বিশালবক্ষ নদীটাও তুমি নিয়ে নাও
শুধু ক্ষীনস্রোতাটি আমাকে দিও
তার হাঁটুজলে আমার ক্ষুদ্র ডিঙিখানি নিয়ে ঘুরে বেড়াবো একান্তে একা।
আমার যাবতীয় অতীত তোমাকে দিলাম
এই ঢাকা শহর পার্ক রেস্তোরাঁ ফুলের দোকান সবকিছুই তোমার থাক,
শুধু শাহবাগের ফুলের দোকানের সামনে পা রাখার মতো একহাত জায়গা আমাকে দিও।
আমি সেখানে দাঁড়িয়ে থেকে থরে থরে সাজানো ফুলগুলো একনজর দেখে নেবো।
মধুর ক্যান্টিনের একটা পুরোনো বেঞ্চ আমাকে দিও
সেখানে কিছুটা সময় নীরবে বসে থাকবো আর একটা শিঙাড়ার আস্বাদ নিয়ে ফিরে আসবো আমার জগতে।
পুরো টিএসসি আজ তোমার কাছেই থাক
আমি মাত্র দুইহাত জায়গা নিয়ে বিবর্ণ ঘাসের উপর বসে জীবনানন্দের আকাশলীনা আবৃত্তি করবো।
সেই রমনা পার্ক মহিলা সমিতি গাইড হাউস আমার প্রয়োজন নেই
আমি শুধু পার্কের উপরে অখন্ড আকাশের একটুখানি দখলে নেবো,
যদি ইচ্ছে হয় তাকে দু’চোখে তুলে নিয়ে ঘুরে বেড়াবো ঘর্মাক্ত পৃথিবী।
রবি নজরুল মাইকেলের সবগুলো বই তোমার কাছেই থাক
আমাকে শুধু আল মাহমুদের সোনালী কাবিন দিও
বইটা পড়ে পড়ে কাটিয়ে দেবো বিষন্ন সময়।
তোমার দেয়া অঙুরীটা, তোমার দেয়া শেষ চুম্বনের ক্ষতচিহ্ন,
বৈশাখের শাড়ি সবকিছু রেখে দিও নাহয় অযতনে
শুধু গাঁয়ের সরু আলপথটুকু আমার কেড়ে নিওনা।
আমি সেই আলপথ ধরে আজীবন চষে বেড়াবো আমার নিজ হাতে গড়া অন্য এক অনন্য পৃথিবী।