বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

বা সু মৈ ত্র

  • হ্যালুসিনেশন
  • ২০২৪-০৫-১৪ ২০:০১:৩২

ছাঁদ বাগানের টবে ফুটে থাকা 
রক্ত গোলাপটির দিকে তাকাতেই 
মানসপটে তোমার মুখখানা দেখতে পেলাম 
সে কী হাসি তোমার দুধে-আলতা গাল দু'টিতে 
সেই চির চেনা টোলে দৃষ্টি আটকে আছে আমার 
ক্ষনিক বাদে আমার দৃষ্টিতে অসংখ্য তুমি 
তুমি শুধুই তুমি আর তুমি
অস্তায়মানে রবি তাকাতেই দেখি 
সেখানেও তোমার মুখচ্ছবি সমান্তরাল রেখায়
হেসে কুটি কুটি তুমি ধ্বনি মিলায় শূণ্যে 
দূর আকাশের দিকে তাকালে সেখানেও 
অসংখ্য তোমাকে দেখতে পাই 
তোমার ভুবন ভুলানো হাসিতে আমি বোবা হয়ে যাই
ইদানিং আমি প্রার্থনায় বসলে সেখানেও 
বন্ধ চোখের দৃষ্টিতে তোমাকে দেখতে পাই 
সংগীতের মূর্ছনায়ও তোমার পদধ্বনি শুনতে পাই নৃত্যের ঝংকারেও তোমার রিনিঝিনি 
কাঁকনের শব্দ শুনতে পাই 
চা ভর্তি পেয়ালার দিকে তাকাতেই তোমার মুখচ্ছবি ভেসে ওঠে চায়ের উপরি ভাগে 
জানো? আমার আজকাল কী যেন হয়েছে
সব কিছুতেই তোমার আত্মা ভর করেছে আমার উপর
তাহলে কী আমি হ্যালুসিনেশনে ভুগছি?


এ জাতীয় আরো খবর