শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

অধিকৃত পশ্চিম তীরের তুলকারম শহরে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-০৬ ০৯:৪৭:৪২

অধিকৃত পশ্চিম তীরের তুলকারম শহরে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। শনিবার রাতভর দেইর আল-ঘুসুন গ্রামের এ হামলায় হামলায় হামাসের চার যোদ্ধাসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মরদেহ জিম্মি করার পাশাপাশি ২৫ জনকে আটক করেছে ইসরাইলি সেনারা। এক প্রতিবেদনে  বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
হামাস নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে চারজন তাদের আল-কাসাম সশস্ত্র শাখার সদস্য। তবে পঞ্চম ব্যক্তির সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। তার মৃতদেহটি বিকৃত হওয়ায় শনাক্তকরণ সম্ভব হয়নি।
মৃত্যুর বিষয়টি ইসরাইলি সামরিক বাহিনীও নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এপ্রিলে একটি গাড়ি বোমা হামলায় এক সেনা নিহত ও দুই ইসরাইলি সেনা আহত হয়েছিল। তার প্রেক্ষিতেই এই অভিযান বলে দাবি করেছে তারা।
১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা অভিযানে একটি দ্বিতল বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। শনিবার ও রোববারে তুলকারেম, কালকিলিয়া, জেরিকো, রামাল্লা, নাবলুস, হেব্রন, জেনিন ও অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে ২৫ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।


এ জাতীয় আরো খবর