চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে সকল হাজীদের সম্মানে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৪মে) সকালে শহরের দারিয়াপুর হাট চত্বরে দারিয়াপুর হাজি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন।
পৌর মেয়র মোখলেসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নামোশংকরবাটি কলেজ অধ্যক্ষ আব্দুল জলিল,কৃষিবিদ রোকননুজ্জামান, হজ কাফেলা সমন্বয়কারী আবুল কাশেম, তাকরিজুল ইসলাম, ব্যবসায়ী মনোয়ার হাবিব রুপক ও দারিয়াপুর হাজি পরিষদ সম্পাদক আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে হজ পালনকারী, গমনেচ্ছু ও অতিথিসহ দুশতাধিক ব্যাক্তিকে নিয়ে দোয়া পরিচালনা করেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোহরাব আলী।