শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই(নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার মাসিক সভা ও আগামী ১১ মে ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৩ এপ্রিল) বিকাল ৫ টায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় পবিত্র রমজান মাসে বিভিন্ন অনুষ্ঠানের মূল্যয়ন এবং ১০ম মহাসমাবেশ সফল করার লক্ষে আলোচনা করা হয়।
নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা'র সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান,সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ, যুব বিষয়ক সম্পাদক সামসুর রহমান,সাংস্কৃতিক সম্পাদক হেলাল উদ্দিন,প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক সোহেল রানা,নির্বাহী সদস্য মঞ্জুর রহমান,শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, দুলাল মিয়া। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত হন আইন বিষয়ক সম্পাদক শফিউল আলম ডিউ,নির্বাহী সদস্য সাংবাদিক আব্দুর রহিম,ওমর ফারুক প্রমূখ।