শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

ছোট পর্দার বড় অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-২২ ১৪:৫৫:৩৫

আজ ভোরে ছোট পর্দার বড় অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন।রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনপ্রিয় এই অভিনেতা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তার বয়স হয়েছিলো ৬০ বছর। রুমি বেশ কিছুদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন। তিন দশকেরও বেশি সময়ে অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয়ে করে রুমি দর্শকদের মুগ্ধ করেছেন।  
মঞ্চ ও টিভি নাটকের শক্তিমান অভিনেতা ছিলেন ওয়ালিউল হক রুমি। পর্দায় অসংখ্য নাটকে তিনি অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকেদের কখনো হাসিয়েছেন, কখনো কাঁদিয়েছেন। কোলন ক্যান্সারের কাছে হেরে সোমবার অতন্তলোকে পাড়ি জমালেন রুমি। অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন, অভিনয়ই তার জীবন। সেই জীবনে বাধ সাথে কোলন ক্যান্সার। কয়েকমাস আগে এই রোগ ধরা পরার পর ভারতে চিকিৎসা নেন। সম্প্রতি দেশে এসে একটি হাসপাতালের ভর্তি ছিলেন। সেখানেই সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই অভিনেতা।
রাজধানীর শহীদবাগে ওয়ালিউল হক রুমির প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তার সহশিল্পিসহ অনেকেই অংশ নেন। রুমির দেহ নিয়ে যাওয়া হচ্ছে বরগুনায় নিজ গ্রামের বাড়িতে।
১৯৮৮ সালে ‘এখনো ক্রীতদাস’ মঞ্চ নাটক দিয়ে রুমির অভিনয় জীবন শুরু। একই বছর কোন কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাঁর। তারপর থেকে অভিনয় করেছে অংসখ্য জনপ্রিয় নাটকে। বরিশালের আঞ্চলিক ভাষায় কমেডি নাটকে তার জুড়ি মেলা ভার।টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমাতেও।
বরগুনায় জন্ম নেয়া রুমির বাবা মুক্তিযোদ্ধা আজিজুল হক। মা হামিদা খাতুন। ছয় ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। ওয়ালিউল হক রুমি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। মৃত্যু তার অভিনয় থামিয়ে দিলেও বাংলা নাটকে উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন ওয়ালিউল হক রুমি।

 


এ জাতীয় আরো খবর