এবার যখন বৃষ্টি হবে
সমস্ত স্বপ্ন ভাসিয়ে দিব
এবার সাতাওয়ে
ঘরছাড়া বৃষ্টির জলেরা
সমুদ্রের স্নানে গেলে
আকাশটা উপুড় করব
জলশুন্য আকাশটা
সাথে নিয়ে চলে যাব
ঘরছাড়া
ঘরহীন পাখি হব
কিছুক্ষণ নিজেকে খুঁজবো
তারপর
গোপন মৃত্যুকে পান করে
পেয়ালাটা রেখে যাব
কখনো পিছনে তাকাবো না
আধোখাওয়া মনটার
সমস্ত পাপড়ি পথে পথে
ছিটিয়ে ছিটিয়ে চলে যাব
একা একা,একা পথে
মানুষের পোশাকটা
রেখে যাব
এবার যখন বৃষ্টি হবে
চলে যাব....