ঘুমের চোখে আজ জ্বর এসেছে
বিছানার কোণায় মহামারি,
পাশ বালিশও মুখ ফিরিয়ে নেয় অবহেলায়।
অসুখে ভুগে ভুগে সঞ্চিত অনুভূতিগুলো জীর্ণ ও শীর্ণকায়,
বিগত দিনের ক্ষতগুলো সমানুপাতিক হারে বাড়তে থাকে,
বাড়তে থাকে প্রেম কিংবা অ-প্রেমের দাবি।
চোখ খুলে জেগে থাকে পুরো রাত
বালিশে জমে জলের রঙ
হতাশার শহরে ঢাকা ল্যাম্পপোস্টের আলো ক্রমশই ক্ষীণ হয়ে যায়
নিরাশায়, দূর্ভাবনায়...!