অতঃপর অনুভবে অন্তঃস্বর
চোর কাঁটা চোরাবালি চরাচর,
তবু কথা রোজদিন রাতভর
অশান্ত অসীম ভাষে হৃদহর,
বর্ণমালা কথা কয় কত যে
বর্ণ নিয়ে মন মাঝে সঙ্গী সে,
কখনো সে মাঝে শেষে আগে নয়
কখনো সে উহ্য থাকে মনে হয়,
গোলাপে কাঁটা আছে তবু সে গোলাপ
ফুলের ভেতরে থাকে কি অতঃপর?
কত কথা কয় সে কত কথা কয়
গৎবাঁধা বুলিতে প্রাণ ভরে রয়,
য়, ষ, ৎ, চন্দ্র বিন্দু (ঁ)
ভাষার ভেতর যেন মহাসিন্ধু ,
বিন্দু বলে করেছো যারে অবহেলা
দিন রাত তার সাথে চলে খেলা,
বর্ণমালা মালা হয় সে অন্তর স্বরে
অন্তরে সঙ্গীত বাজে তৃপ্তি ভরে,
ং, ঃ, তে বাংলা মধুর বাক্যময়
রক্ত দিয়ে পেয়েছিলাম, ভোলা সহজ নয়,
য়, ষ, ৎ, ঁ, যেন এক ভাষার প্রভাষ
রাতের গন্ধরাজ আর ভোরের শিউলি সুবাস।