মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

শিরোমণিতে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৪-১৫ ২১:৫৬:২২

ফুলবাড়ীগেট প্রতিনিধি   ঃ   পহেলা বৈশাখ রবিবার বিকাল সাড়ে ৪টায়  ৩৪নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে শিরোমণি বাইপাস সংলগ্ন নতুন রেললাইন (আন্ডারপাস) এ ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শেখ আবিদ হোসেন। মোঃ ইলিয়াস হোসেন এর সভাপতিত্বে এবং মানোস কুমার ঢালী'র সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক গাজী সুমন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা তাঁতী লীগের সাবেক সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, আব্বাস উদ্দিন, মনিলাল মন্ডল, শেখ নাজমুল হক অয়ন। আরোও উপস্থিত ছিলেন ফারহান অভি, মাহমুদ, মেহেদী হাসান মান্না, শেখ রুপম, সাব্বির হোসেন, তানজিম হোসেন, আবির হোসেন, ইমরান হোসেন, জিসান, তুহিন,সাগর, তুষার, মামুন, মাহিন প্রমূখ। এলাকার শত শত দর্শকবৃন্দ আনন্দ এবং উৎসাহ উদ্দীপনার সহিত ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা উপভোগ করেন।

 


এ জাতীয় আরো খবর