সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

শি রি ন মা ও লা রু না

  • কোথাও তুমি থাকবেনা
  • ২০২৪-০৪-০৮ ২২:৪২:৩৪

এরপর যেখানে যাবো
সেখানে তুমি নেই, সারাদিন টানা বারান্দা
মুষলধারে নামবে রোদ
অতর্কিত লকডাউনে দূরের রাস্তাটাকে আমার মতোই ফাঁকা দেখাবে
সেখানে কোথাও তুমি থাকবেনা
চৈত্রের মাঠে ধুলোর মতো উড়বো আমি
আমাকে গাইবে বিষণ্নতা, আমাকে গাইবে অপ্রেম।

 


এ জাতীয় আরো খবর