মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫

মো শা হে দ চৌ ধু রী

  • ও আমার মরণ বন্ধুরে
  • ২০২৪-০৪-০৬ ১০:৪০:০৪

ও আমার মরণ বন্ধুরে----
কোনদিন রে তুই আসবি আমার পোড়া দু'চোখ জুড়ে।। 

কত আপনজনের সাথে হলো যে তোর দেখা 
সব হারিয়ে রইলাম পড়ে আমি শুধু একা।
কোন ঠিকানায় থাকিস রে তুই জানিনা কোন দূরে।।

এমনি আসিস হঠাৎ করে কোন আকাশের চিল
লুকিয়ে তুই থাকিস বুঝি আকাশ যেথায় নীল।
পাষাণ বন্ধু প্রাণ কেড়ে নিস পাখি হয়ে উড়ে।।

আমায় যখন আসবি নিতে বলবি কী আর আগে
আসিস রে তুই শুক্রবারে ভোরের আলোর রাগে।
চার কালেমা পড়তে যেন পারি বিনয় সুরে।।


এ জাতীয় আরো খবর