আগুনে পুড়ে যায় রোজ চেতনার দুপুর-সন্ধ্যা-রাত!
সাথে নিয়ে পোড়ায় প্রকৃতির রূপ; পাড়ার সরল গল্পগুলি কেবলই ছবি আজ! এ' হলো আমাদের স্বরূপ!
চৈতন্যে প্রকাশ পায় আরও অনেক বেহিসেবী ফর্দের সাথে হরেক রকম ঠাটবাট ---চৈতন্য পোড়ায় তাজা প্রাণের সাথ হাজারো কীর্তি! জ্বলে যায়,পুড়ে যায় হাটঘাটমাঠ!
তাতে ইঞ্চি পরিমাণ লোভ শাস্তি পেয়েছে কিনা কেউ বলতে পারে না! শুধুই সতর্কতর সনদ সাথে দর্শন দেয় প্রতিবেদন; অথচ ধেয়ে আসছে আগুন, আবার কোন আগামী পোড়াবে হয়তো..!