ভালোবাসার রঙ্গিন খাপে -
মোড়াই সব যন্ত্রণা।
দুঃখ নামক পরজীবীটা যেন -
করতে না পারে কোন মন্ত্রণা।
রঙ্গীন মেঘে ছড়িয়ে পরুক
খুশির স্বপ্নগুলো।
কষ্টগুলো যেন না দেয় হানা,
দিতে না পারে চোখে ধুলো।
বসবে শুধু আকাশ জুড়ে
নতুন স্বপ্নের মেলা।
আলোর পথের যাত্রীরা সব
ভাসাও সুখের ভেলা।।