আমি চন্দ্রমল্লিকা হবো --
ঘ্রাণহীন এক ফুল অনাদরে বেড়ে ওঠা চন্দ্রমল্লিকা।
নজরকাড়া রূপ নেই বলে একটুও আফসোস হয়না আমার
সুরূপা সুঘ্রাণা কোনো ফুল হতে ইচ্ছে নেই মোটেও
কেননা আমিতো জানি তুমি ভালোবাসো চন্দ্রমল্লিকা।
শ্রীহীন এই আমাকে কণ্ঠে জড়াবে না কোনোদিন
তবু নতমুখী হয়ে থাকবো তোমার দৃষ্টিসীমায়।
তুমি ভালোবাসো বলেই আমি চন্দ্রমল্লিকা হবো।
তোমার কোমল হাতের পরশ পেয়ে দোলবে আমার পাপড়িগুলো হাওয়ায় হাওয়ায়।
তারপর একদিন ----
একদিন ভালোবাসা বঞ্চিত হয়ে ঝরে পড়বো--
ঝরে পড়বো তোমার নিকোনো উঠোনে।