শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

স্টকহোমের উপশহর মসজিদে জুম্মায় মানুষের ঢল

  • সুইডেন প্রতিবেদক
  • ২০২৪-০৩-২৯ ২২:১২:২৮
স্টকহোমের সোদারতেলিয়ের এক মসজিদের বাইরে জুম্মার নামাজ আদায়ের জন্য দাড়িয়ে থাকা মুসল্লীগণ
সুইডেনের রাজধানী স্টকহোমে দিন দিন মুসলমান সম্প্রদায়ের অনুগামীর সংখ্যা বাড়ছে। মসজিদের সংখ্যা ও আনুপাতিক হারে বাড়ছে। সবচেয়ে বড় দুটি মসজিদ হলো স্টকহোম কেন্দ্রীয় মসজিদ ও ফিতইয়া মসজিদ। এছাড়া ছোট-বড় অসংখ্য মসজিদ আছে। বাংলাদেশ কমিউনিটি দ্বারা পরিচালিত মসজিদ ও আছে স্টকহোমে। আজ রমজানের ৩য় জুম্মার দিনে সকল মসজিদেই ধর্মপ্রাণ মুসল্লীর ঢল নেমেছিলো। ছোট মসজিদগুলোতে ২-৩ টি করে জামাতের আয়োজন করা হয়েছে। প্রতিটি জামাতেই মসজিদ কানায় কানায় পূর্ণ ছিলো। ছবিতে দেখা যাচ্ছে স্টকহোমের অদূরে উপশহর সোদারতেলিয়ের ছোট একটি মসজিদে প্রথম জামাত শেষে দ্বিতীয় জামাত এর উদ্দেশ্যে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী বাইরে অপেক্ষা করছে। পবিত্র এই মাসে সকল ধর্মপ্রাণ মুসলমানের ইচ্ছা থাকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার। আর রমজান মাসের জুম্মা যেন পাপমোচন আর ক্ষমা প্রার্থনার উত্তম সময়। এই ছবিই বলে দেয় রমজান মাসে পৃথিবীর যে প্রান্তেই ইমানদার মুসলমান থাকুন না কেন তারা চাইবেন এই পবিত্র মাসে নিজেকে পাপমুক্ত করার।

এ জাতীয় আরো খবর