শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

অ দি তি শি মু ল

  • পাতা এবং বংশীবাদক
  • ২০২৪-০৩-১৭ ২২:৫৫:৪২

মানুষ- পথের মাটিতে কণাধুলিসম, 
মানুষ- মৃত্যুর মতো নিরালা , একা-একা,
মানুষ- জীবনের ফুলে-ফুলে ঘোরগ্রস্ত বনতল।
অসংখ্য পথ , নামে-বেনামে আঁকাবাঁকা;
মানুষ- আজীবন ধরে স্বচ্ছ ঘুমেরনদী বয়ে নিয়ে চলে, 
মানুষ- হাওয়ার ঘরে মাত্র একটাই দীর্ঘশ্বাস;
মানুষ জেনেও জানে না একবারই সুজন 
তাঁর বাঁশী হাতে তুলে নেবে , একবারই বাজাবে
শ্রেষ্ঠসুর সেই রসিক বংশীবাদক; যিনি ঈস্রাফীল! 
মানুষ কেবল মনে রাখে না-
একবারই ঝরে যায় একটি পাতা, 
মানুষ একবারই সবকিছু ছেড়ে চলে যায় -
একবার ছেড়ে গেলে এই চরাচর -
আর কোনোদিন ফিরে আসে না।

 


এ জাতীয় আরো খবর