যুদ্ধে যাবো মাগো আমি
দাও না আমায় বিদায়,
জন্মভূমির এই দেশটা যে
ক্ষণে ক্ষণে কাঁদায়।
স্বাধীনতা ডাকছে আমায়
হাত বাড়িয়ে আয়,
দামাল ছেলের বসে থাকা
কী ঘরে শোভা পায়।
কতোই আর লাঞ্চিত হব
পাক সেনাদের হাতে,
জীবন বাজি রাখতে হবে
স্বাধীনতা ফিরে পেতে।
এই দেশ আর এই মাটি
সোনার চেয়েও খাঁটি,
পান ভরে নিঃশ্বাস নিয়ে
বুক ফুলিয়ে হাঁটি।
পরাধীনতার শিকল পড়ে
থাকতে চাই না বন্দী,
অধিকার চাই ন্যায্য দাবি
এটাই স্বাধীনতার সন্ধি।