ফিরে এসো তুমি .....
স্মৃতি বিস্মৃতির প্রান্তর পেরিয়ে প্রলয়ঙ্কর ঝড় তুলে ...
ফিরে এসো তুমি !!
খরস্রোতা হৃদয়ে প্রবল জলোচ্ছ্বাসে উথাল-পাথাল করে।
তোমার আগমনে হাহাকার হৃদয়ের আত্মচিৎকারে ছুটে আসুক বসন্ত,
গাছে গাছে ফুটে উঠুক, কৃষ্ণচুড়া,শিমুল,পলাশ,রক্ত জবা ,
ফুলে ফুলে উড়বে রঙ বেরঙের প্রজাপতি,থাকবে ভ্রমরের গুঞ্জন।
পাখিদের কলরবে মুখরিত হবে চারদিক ,
ঝিরিঝিরি শব্দে বয়ে যাবে দখিনা হাওয়া।
ফুলে ফুলে পরিপূর্ণ হবে হৃদয়ের রক্ত রাঙা গোলাপ, পলাশের বাগান।
বাতাসে ভেসে আসুক, রজনী গন্ধা,হাসনাহেনার সৌরভ !!
নিশিতে ভেসে আসুক সুমধুর কন্ঠে কোকিলের কুহ কুহ ডাক...
হৃদয়ের বিভীষিকাময় আত্ম চিৎকারে স্তব্ধ ও শান্ত করে দিক অশান্ত দেহ-মন।
ফিরে এসো তুমি ....
স্বপ্নের মতো হৃদয়ের মনি-কোঠায়,
মিশে যাও!! প্রতিটি ধমনী, শিরা-উপশিরায় ...
আলিঙ্গন করো সর্বদা হৃদয়ের স্পন্দনে ,
চিৎকার করে বলে দাও!! না বলা কথা গুলো।
ফিরে এসো তুমি ....
আমার ভালোবাসার আঙিনায়।
প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত শুধু তোমার'ই অপেক্ষায়.......