কি নাম তোমার হেরা না এথেনা,
ম্যাপেল বনের দেবী?
যা হবে তা হোক —
নীল লাগুনে আগুন স্নান দেখবো অপলক।
ক্রোধের ফর্ক কুপিয়ে তুলে নেবে চোখ?
টাইরেসিয়াস নই তো আমি মেলেছি কবির দৃক।
অভিসম্পাতে করো না অন্ধ ত্রিকালজ্ঞ ঋষি;
মাতিসের ভঙ্গী বসো—
দেখি নীল নগ্ন জ্যামিতি দেখি
চক্ষুস্মান কবি।
রূপের ওপারে রূপ দেখে কবির ঈশ্বর
ডম মোরেসের চোখে ভেদ মেহতা দেখেছিল
কাঞ্চনজঙ্ঘা শিখরে তুষারে বুনো জ্যোৎস্নার নাচ।
আলারিপ্পু বর্ণমে ঝরুক কাম।
কি নাম তোমার আসমানি না পার্সেফেনি!
যা হবে তা হোক —
লোমশ বাহুর পশু, বন মানুষের নোখ
তুলে নেবো ফুল কুড়োনির ফুল
মরদের কলিজায় প্রেম ডাকাতের হাঁক
বাজুতে দাপায় হেডিসের মর্দানি।