শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সোনারতরী ফুলবাড়ীগেট শাখার গ্রাহক সমাবেশ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৩-০৪ ২২:৫২:১৪

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সোনার তরী ফুলবাড়ী গেট শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত।ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সোনার তরী ফুলবাড়ীগেট শাখার গ্রাহক সমাবেশ ও সচেতনতা বৃদ্ধির এক আলোচনা সভা সকাল  ১১ টায় ফুলবাড়ীগেট আলতাফ হোসেন প্লাজায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ নওশাদুজ্জামান পল্টু। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী। প্রধান বক্তা ছিলেন খুলনা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর রিজিওনাল হেড এ,এইছ,এম, কামরুজ্জামান। তার  বক্তৃতায় তিনি  বলেন ব্যাংকিং সেবায় রয়েছে হিসাব খোলা ফ্রী, ইসলামিক শরিয়াহ একাউন্ট ফ্রি, নগদ টাকা জমা দেন/ উত্তোলন ফ্রি, এটিএম কার্ড ফ্রি, চেক বই প্রদান, ডিপিএস/এফ ডি আর, বাৎসরিক চার্জ ফ্রি, বিল প্রদান, সহজ শর্তে ঋণ প্রদান, এটিএম বুথ ও ফাস্ট ট্রাক থেকে এটিএম কার্ড এর মাধ্যমে টাকা জমা/ উত্তোলন ফ্রী, ডাচ বাংলা ব্যাংকের যে কোন শাখায় টাকা জমা ও উত্তোলন ফ্রি, বিদেশ থেকে গোপন নাম্বার (পিন কোড) এর মাধ্যমে টাকা উত্তোলনের সুবিধা, জমাকৃত টাকার উপর মুনাফা লাভের সুবিধা, স্বাক্ষর করতে অক্ষম ব্যক্তিরা একাউন্ট খুলতে ও পরিচালনা করতে পারে এছাড়া এখানে রয়েছে অনেক সুযোগ সুবিধা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোহাম্মদ বাবুল হোসেন, ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর এরিয়া ম্যানেজার মোহাম্মদ সোহেল রানা, সিনিয়র সেলস ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম। ফুলবাড়ীগেট শাখা ইনচার্জ মোঃ শাহাবুদ্দিন আহমেদ জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে বক্তৃতা করেন মোহাম্মদ সাইদুল ইসলাম, মোহাম্মদ জহির আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

 


এ জাতীয় আরো খবর