সোমবার, ফেব্রুয়ারী ১৭, ২০২৫

অ র্চ না মা লা কা র

  • দিন শেষ
  • ২০২৪-০৩-০৩ ০৯:২৬:২৪

পায়ে পায়ে সেদিন এসেছিলে জানালায়---
কথা হয়নি সে রাতে,
তারকারাজি আকাশে করেছিল
হাসাহাসি 
লুকিয়ে ছিলে পাতার আড়ালে। 
চোখমুখে উত্তেজনা ----
হয়েছে গাড়ির সময়,
কেটেছে দিনগুলো ভয়ে ভয়ে
নষ্ট মেয়ে নামে যার পরিচয়। 
দুর্নাম তো মোছে না ঘরের কোণে থাকলে কি হয়?
তোলপাড় কানাকানি চলে রাতদিন পাড়াময়। 
সেই যে তুমি চলে গেলে
রাখলে না আর খোঁজ, 
প্রহর গুনেছি নীল খামের আশায় হররোজ। 
নষ্ট মেয়ের পরিণয় সেতো সহজ নয়,
চোখের আড়াল হলে এমনি বুঝি হয়।
সব বাঁধা সব আশা ছিন্ন করে 
নেমেছিলাম রুটি রুজির সন্ধানে,
কাজের ব্যস্ততায় তোমার আশার বাণী ---
পড়তো মনে ক্ষণে ক্ষণে। 
ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে 
বাঁচার আশায়, 
কেটেছে দিন ক্ষণ বছর অপেক্ষায়
তেমনি ভরসায়। 
এতদিন পরে যখন এলে দিনের
আলো হলো শেষ,
তবু হাসিমুখে আজ হাত রেখে হাতে 
যাচ্ছি আপন দেশ।

 


এ জাতীয় আরো খবর