অ্যাই! তোর গালে কি টোল পড়ে রে তুই এত কিউট কেন? মিষ্টি হেসে দৃষ্টি কাড়িস ফোকলা দাঁত মিউট কেন? বল কি যাদু করলি আমাই তোর প্রেমেতে খুন হয়ে যায় ধরবি হাতটা শক্ত করে? চল দুজনে গুম হয়ে যায়!