বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

এবারের মহান একুশে বই মেলায় "নিরুত্তাপ বর্ণমালা" কাব্যগ্রন্থটি বহুল পাঠকপ্রিয়তা পেয়েছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-২৬ ২০:০৬:১৫

নতুন লেখকদের প্রকাশিত বইগুলোর মধ্যে এবারের মহান একুশে বই মেলায় "নিরুত্তাপ বর্ণমালা" কাব্যগ্রন্থটি বহুল পাঠকপ্রিয়তা পেয়েছে। কবি বাসু মৈত্র রচিত কাব্যগ্রন্থটি মেলার ৩৮৪-৮৫ নং স্টলে পাওয়া যাচ্ছে। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে নব সাহিত্য প্রকাশনী।

May be an image of 7 people and text
"নিরুত্তাপ বর্ণমালা" কাব্যগ্রন্থটি একটি অতিমাত্রার রোমান্টিক কাব্যগ্রন্থ। মোট ৩৪টি কবিতার সমন্বয়ে রচিত গ্রন্থের প্রত্যেকটি কবিতাই প্রেমের। কবির পরিচিত জনের থেকে জানা ও বিভিন্ন মানুষের জীবনের প্রেমের ঘটনাকে কেন্দ্র করে কবিতার মতো করে ঘটনাগুলিকে সহজ সরল ভাষায় প্রকাশ করেছেন যা যে কোন পাঠক পাঠের সময় তাঁর ব্যক্তি জীবনের সাথে মিলাতে পারবেন। প্রত্যেকটি বর্ণনাই বাস্তব শুধুমাত্র প্রকাশের ভাষা আলাদা। কবি তাঁর 'সমর্পণ' কবিতার শেষ দুই লাইনে বলেছেন" বিশ্বস্ততায় তোমার কাছে আমি সমর্পিত হবো, যদি গ্রহণ করো তাহলে আমি শুধু তোমারই হবো"। এখানে প্রেমিক প্রেমিকার প্রতি বিশ্বস্ততার সাথে ভালোবাসার যে নিবিড় সম্পর্ক তৈরি হয় এবং পরবর্তীতে তা সমর্পনে রূপ নেয় সেটি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

May be an image of 12 people, people sitting, people standing and indoor

তরুন প্রজন্মের কাছে প্রত্যেকটি কবিতার আবেদন তাদের আবেগকে স্পর্শ করেছে। যার কারণে মেলা ঘুরে দেখা গেছে কাব্যগ্রন্থটির ক্রেতা ও পাঠক বেশিরভাগই বর্তমান সময়ের তরুন তরুনীরা। কবি বাসু মৈত্রের এটি প্রথম কাব্যগ্রন্থ এবং পঞ্চম প্রকাশনা। এর আগে বাসু মৈত্র'র দুটি প্রেমের উপন্যাস ও দুটি নাটকের বই প্রকাশিত হয়েছে। 

May be an image of 2 people, people studying, people smiling and text
প্রতিষ্ঠিত ও প্রবীণ  লেখকদের পাশাপাশি অপেক্ষাকৃত অপ্রতিষ্ঠিত ও নবীন লেখদের বইয়ের পাঠক চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা ভবিষ্যতের জন্য খুবই আশাব্যঞ্জক। আশা করা যায় খুব শীঘ্রই কবি প্রতিষ্ঠা পাবেন এবং তাঁর  কলম থেকে আরো সুন্দর সুন্দর লেখা পাঠকরা উপহার পাবেন। পরিশেষ, 'নিরুত্তাপ বর্ণমালা'র আরো উত্তরোত্তর পাঠক প্রিয়তা কামনা করছি।


এ জাতীয় আরো খবর