রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
এবার ভুট্টার ভালো ফলন দেখে চোখে-মুখে হাসি ফুটেছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হবে বলে আশা করছেন উপজেলার কৃষকেরা। বিগত কয়েক বছরে ভুট্টা চাষে লাভজনক হওয়ায় এবারও ভুট্টা চাষে ঝুকে পড়েছিলেন রায়গঞ্জের ভুট্টা চাষিরা।
উপজেলার বিভিন্ন মাঠে সবুজ ধানের পাশাপাশি দেখা যাচ্ছে ভুট্টার সমারোহ। উপজেলার কয়েকজন ভুট্টা চাষির সাথে কথা হলে তারা জানান, ভুট্টার ক্রেতা অনেক। গবাদি পশুর উন্নত মানের খাবার হিসেবে ব্যহার করায় দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে। উপজেলার মিরের দেউলমূড়া গ্রামের রফিকুল ইসলাম বলেন, এক সময় এই এলাকায় গমের চাষাবাদ ছিল চোখে পড়ার মতো। বর্তমানে গো-খাদ্য, মাছের খাবার ও মুরগির খাবার হিসেবে ভুট্টার ব্যাপক চাহিদা বেড়ে গেছে।
ফলে কমে গিয়াছে গমের চাষাবাদ। বলা চলে গমের যায়গা দখল করে নিয়েছে ভুট্টার চাষাবাদ। ভুট্টা চাষে তেমন খরচ হয় না। তাছাড়া ঝুঁকিও খুবই কম। এদিকে উপজেলার শ্রীদাসগাতী গ্রামের আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ ও রহমত প্রামাণিক বলেন, উপজেলার স্হানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শ, সার্বিক সহযোগিতা ও প্রণোদনার কারণে এ বছর ভুট্টার আবাদ অনেকাংশে বেড়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হবে বলে আশা করছেন উপজেলার অধিকাংশ ভুট্টা চাষিরা।