জীবন একটা রঙ্গমঞ্চ,
এখানে তোমার অভিনয়ের
সুযোগ ভীষণ অল্প।
অনুকূল কিংবা প্রতিকূল
সময় যেমনই হোক,
সুন্দর সাবলীল শক্তিশালী
হোক তোমার নিজের গল্প।
সংলাপ চিত্রনাট্য নির্দেশনা
এইসব তোমার ভাবনা না,
মহড়ায় শতভাগ সৎ থাকবে
তুমি এবং তোমার কল্পনা।
দর্শক মিথ্যা ছলনা,
তোমাকে দেখা তাদের উদ্দেশ্য না,
তাঁরা তো ভুলতে চায় জীবনের যন্ত্রণা।
তোমার দায়িত্ব কেবল
প্রথাগত মিথ্যা কপট ভ্রান্ত ধারণা
গুড়িয়ে দিয়ে শাশ্বত সত্য
সুন্দরের বীজ বোনা।