প্রেমের বাঁধনে বন্দী জীবন,
ক্ষনিকের মোহ তা করে এলোমেলো
এভাবেই কত প্রেম তাসের ঘরের মতো
ভেঙেচুরে গেলো।
শত প্রেমিকের হৃদয় পুড়লো
অর্থ নেই বলে,
অগণিত প্রেমিকার অশ্রু ঝরলো
মিথ্যে প্রেমের ছলে।
হাজারও প্রেম ভেসে গেল
কত মিথ্যে অজুহাতে
অজস্র প্রেম বেচাকেনা হলো
হোটেল রেস্তোরাঁতে।
কারো কারো প্রেম হৃদয়ে নয়,
দেহে বিরাজ করে,
ধনীর দুলালেরা সে সকল প্রেম
টাকায় খরিদ করে।
বজ্রকঠিন শপথ করেও
মন বেঁধে রাখা দায়,
সত্যিকারের সরল প্রেম,
সে তো ভাগ্যবানই পায়।