নবান্ন আজ, নেমন্তন্ন
আইসো আমার বাড়ি।
নতুন ধুতি পরে দাদু
কাঁটতে গেছেন দাড়ি।
দাদু এসে করবে স্নান
পরে খাবে ভাত।
দেরি যত করবে দাদু
দাদী করবে ততই রাগ।
নতুন চালের ভাত রেঁধেছে,ডাল রেঁধেছে
আলু,পটল,সীম,বেগুন ভেজেছে,
শাক করেছে,শুঁকতো রেঁধেছে
রেঁধেছে হরেক রকম মাছ।
ভুনা মাংসের সাথে আছে
কঁচি পাঠার ঝোল।
পেট পুরে আজ খাবো যে ভাই
তাইতো,মনে বেজায় খুশির রোল।