অন্তরে বাংলা মন্তরে বাংলা
বাংলা আমার ঠাঁই,
বাংলায় শিখি বাংলায় লিখি
মরি-বাঁচি বাংলায়।।
বাংলায় ক্ষুধা বাংলায় সুধা
বাংলায় ভালো-মন্দ,
বাংলায় গান বাংলায় মান
বাংলায় সুরছন্দ।
বাংলা আমার মগ্ন বিকেল
গল্প ও কবিতায়।।
বাংলা আমার আকাশ-বাতাস
বাংলা চারিপাশ,
বাংলায় স্বপন বাংলায় বপন
বাংলায় উচ্ছ্বাস।
বাংলা আমার দৃপ্ত প্রকাশ
লাল সবুজের গায়।।
বাংলা আমার মর্ম পিয়াস
বাংলা গানের সুর।
বাংলা আমার ভূত-ভবিষ্যৎ
নিকট বহুদূর।
বাংলায় বলি বাংলায় চলি
কাঁদি-হাসি বাংলায়।
বাংলা ভাষার তুল্য সুবাস
আর কোথাও নাই।
বাংলা আমার রবি-নজরুল
হাছন, লালন সাঁই।।
বাংলা আমার রফিক,শফিক,
বরকত,জব্বার,
অধিকার আদায়ে বঙ্গবন্ধুর
ভাষণের হুংকার।
বাংলা আমার স্বাধীন স্বদেশ
মাথা গুঁজবার ঠাঁই।।