ফাগুন মাসের আকাশটা তো ছিলো সেদিন ফর্সা
কোত্থেকে যে হঠাৎ করে আসলো নেমে বর্ষা।
ফাগুন মাসে বর্ষা কেন বলা খুবই শক্ত
জল পড়েনি পড়ছে ঝরে বরকতেরই রক্ত।
রক্ত না-কি কৃষ্ণচূড়া হয়তো মনের ভুল !
রাজপথে যে থোকা থোকা রক্তমাখা ফুল।
বাজের মতো গুড়ুম গুড়ুম ছিলো গুলির শব্দ
ইচ্ছে ছিলো মায়ের ভাষা করবে ওরা জব্দ।
ওরা মানে মানুষ তো নয় ছিলো কুত্তা শেয়াল
রক্তটা যে বীরের ছিলো করেনি তা খেয়াল।
বাংলাদেশের দামাল ছেলে বীর যে রক্ত-শৌর্যে
ছেলে তো নয় বনের সিংহ উঠলো যেন গর্জে।
আগুন হয়ে উঠলো জ্বলে শহীদ বীরের রক্ত
কাঁপলো হঠাৎ ক্ষিপ্ত খাঁনের দখল করা তখ্ত।
বাংলা ভাষা মুক্ত হলো পেলাম ফাগুন মাস
নিজের ভালে লিখলো ওরা নিজের সর্বনাশ।