শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

কোম্পানীগঞ্জের আনিকা এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০২-১২ ১৫:০২:২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার তাহমিনা আঞ্জুমা আনিকা এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে।এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন এ ফলাফল ঘোষণা করেন। ইতিপূর্বে সে পিএসসি পরীক্ষায় হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ -৫, জেএসসি ও এসএসসি পরীক্ষায় বসুরহাট এ এইচ সি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ এবং বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কলেজ ধানমন্ডি ঢাকা থেকেও জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় পাস করেছে। ভবিষ্যত পথচলায় সে সকলের নিকট দোয়া কামনা করেছে। তাহার পিতা মু: ওমর ফারুক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাতা আমেনা বেগম,সহকারী শিক্ষক চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।বড় ভাই ইফতেখার আহম্মেদ চৌধুরী এম বি বি এস প্রথম বর্ষ,পটুয়াখালী মেডিকেল কলেজ। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী

এ জাতীয় আরো খবর