নামযের মাঝে আছে অনাবিল শান্তি
ইহকাল পরকালের নাজাত ও মুক্তি।
কুরআন হাদীসে আছে অনাবিল দীপ্তি
হৃদয় জুড়িয়ে যাওয়া সীমাহীন প্রাপ্তি।
সাওম পালনে বাড়ে মানসিক শক্তি
সাথে যদি থাকে আরও আল্লাহ ভক্তি।
হজ্জ মানে আল্লাহর সাথে করা এক চুক্তি
হৃদয় গহীনে গড়া ভালোবাসা আর তৃপ্তি।
যাকাত হলো মালের পবিত্রতা বৃদ্ধি
সবার আগে করতে হবে আত্মশুদ্ধি।