সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের সাথে সংঘর্ষে বাইসাইকেল আরোহি নিহত

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০২-১১ ২০:৩৪:২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়  ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহি তফজুল হক (৭২) নিহত হয়েছেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১১ ফেব্রæয়ারী) দুপুর ১টার দিকে গোবরাতলা ইউনিযনের মহিপুর কলেজ এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে জেলার গোমস্তাপুর উপজেলাগামী সড়কে ঘটনাটি ঘটে। নিহত তফজুল ওই ইউনিযনের  ১ নং ওয়ার্ডের সজ্জন গ্রামের মৃত তামিজ উদ্দিন মন্ডলের ছেলে। ঘটনার পর পুলিশ ট্রাক্টরটি জব্দ করলেও এর চালক পলাতক রয়েছে।
নিহতের ছেলে সাদিকুল ইসলাম বলেন, তাঁর পিতা বরেন্দ্র এলাকায় নিজস্ব জমিতে ফসল দেখতে গেছিলেন। দুপুরে বাড়ি ফেরার পথে তিনি ট্রাক্টর চাপায় ঘটনাস্থলে মারা যান। এদিকে সন্ধ্যা পর্যন্ত তাঁর পিতা বাড়ি ফেরত না আসায় খুঁজতে শুরু করে  তাঁরা ঘটনাটি জানতে পেরে হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল হক বলেন, পুলিশ ঘটনাাস্থলে নিহত তফজুল হকের মরদেহ  অজ্ঞাত হিসেবে উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়। রাত ৯টার দিকে স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। পুলিশ ট্রাক্টর চালককে আটকে অভিযান শুরু করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান পুলিশ কর্মকর্তা ওবাইদুল।  
 

 


এ জাতীয় আরো খবর