শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪

যেসব পণ্যের জিআই স্বীকৃতি নেই সেসব পণ্যের জিআই স্বীকৃতি নিতে তৎপর হওয়ার নির্দেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-১১ ১৯:৫৭:৩৫

আজ ( রোববার) যেসব পণ্যের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতির সনদ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বাংলাদেশের যেসব পণ্যের জিআই স্বীকৃতি নেই সেসব পণ্যগুলো দ্রুত পেটেন্ট করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এসময় তিনি জানান, টাঙ্গাইল শাড়িসহ অন্যকোন পণ্যের জিআই স্বীকৃতি নিয়ে কনফ্লিক্ট হলে এ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা WIPO তে আবেদন জানাবে সরকার।


এ জাতীয় আরো খবর