চাইলেই কি পারবে ভুলতে,
মন একবার চেয়েছে যারে?
ভালোবাসা সে কি মরে গো কভু,
কাছে থাকুক কিংবা দূরে?
যত্নে, অযত্নে, হেলা, অবহেলায়
বসত করে সে যে মনের ঘরে।
ভালোবাসা সে কি মরে গো কভু
কাছে থাকুক কিংবা দূরে।
বুকের সমুদ্র উঠুক যতই ঝড়,
ভেঙে যাক সব হৃদয়ের ঘর,
যাক না সবই পুড়ে,
ভালোবাসা সে কি মরে গো কভু
কাছে থাকুক কিংবা দূরে।