শনিবার, জানুয়ারী ১৮, ২০২৫

মো হা ম্ম দ র ফি ক উ জ্জা মা ন

  • [ একটি উর্দূ গজলের সূক্ষ ভাবানুসারে ]
  • ২০২৪-০২-১১ ১৬:৪৮:১১

এমন রাত্রি এ জীবনে আর 
আসে কি না-আসে, কে জানে 
কুয়াশা খেয়ায় এমন জোছনা 
ভাসে কি না-ভাসে, কে জানে ।। 

জানি না তো কোন ভাগ্য গুণে এ 
প্রহর এসেছে আজ 
দু’হাতে জড়িয়ে পরশে পরশে 
খোলো না দ্বিধার ভাঁজ । 
এ ভাবে বিবশ হয়ে এ হৃদয়  
হাসে কি না-হাসে, কে জানে ।। 

এসো না দু’জন অন্ধ আবেগে 
কেঁদেই ভাসাবো বুক 
জীবনে কখনো পাবো কি পাবো না 
রোদনে এমন সুখ ! 
সারা তনু-মন এতো ভালো আর 
বাসে কি না-বাসে, কে জানে ।।  
 
 


এ জাতীয় আরো খবর