এমন রাত্রি এ জীবনে আর
আসে কি না-আসে, কে জানে
কুয়াশা খেয়ায় এমন জোছনা
ভাসে কি না-ভাসে, কে জানে ।।
জানি না তো কোন ভাগ্য গুণে এ
প্রহর এসেছে আজ
দু’হাতে জড়িয়ে পরশে পরশে
খোলো না দ্বিধার ভাঁজ ।
এ ভাবে বিবশ হয়ে এ হৃদয়
হাসে কি না-হাসে, কে জানে ।।
এসো না দু’জন অন্ধ আবেগে
কেঁদেই ভাসাবো বুক
জীবনে কখনো পাবো কি পাবো না
রোদনে এমন সুখ !
সারা তনু-মন এতো ভালো আর
বাসে কি না-বাসে, কে জানে ।।