ডাকছে কৃষ্ণপক্ষের রাত- ঘুমিয়ে পড়লে নাকি?
জীবন সে তো লুট হয়ে যাওয়া কিছু স্মৃতির ইতিহাস।
চেতনায় বৈরী আগুন
কিঞ্চিৎ মেমরি কোডিং
স্বপ্নের মাঝখানে দাড়িয়ে কাঁদে হাজারো অজুহাত!
একটা প্রাঞ্জল হাসি
গ্লানির তিক্ত অনুভূতিতে মিশে রক্তাক্ত ক্ষতবিক্ষত
হতাশা দখল করেছে তৃপ্তিমাখা ক্লান্তি।
দুনিয়া সুখের পেছনেই ছোটে
তুমি বড়ই চালাক বটে!
কপালে থাকলে দুঃখ, সুখ দেওয়ার কে আছে?
সময় সে তো সাক্ষী প্রমাণ চায় না
সরাসরি আঘাত করে।
এ কেমন ব্যথা ভারাক্রান্ত হয়ে
মোচড় দেয় বুকের ভেতর।
মন্থর জীবন মৃত্যু সমতূল্য
স্মৃতিগুলো ডাস্টবিনের জঞ্জাল
আমিও অনুসন্ধানরত স্মৃতি কাতরে
আজীবন ডাস্টবিনের ব্যর্থ কাক।