শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪

রী তা রা য়

  • নিয়ে চলো সবিতা
  • ২০২৪-০২-১১ ১৬:১২:৪৭

চলো সবিতা, আমাকে নিয়ে চলো : নীল জলে
যাতে এই ক্ষুদ্রতা,এই ধুসরতার প্রলেপ মুছে যায়,সেই নীলের ছোঁয়ায়। 
আবার সজীব হয়ে উঠি।

 বিছিন্ন করো আমাকে 
এই সংকীর্ণতা থেকে, 
এই রুটিন মাফিক একঘেয়ে জীবন থেকে, 
এই অভক্ষ্য আহারের থেকে
যা শুধুই শস্যদানা, রঙিন পানীয় আর টমেটোর রসে পরিপূর্ণ। 
যা সর্বদাই আমাকে বিচলিত করে,আন্দোলিত করে।

নিয়ে চলো সবুজে 
যেন একটু প্রাণ খোলা শ্বাস নিয়ে 
হাফ ছেড়ে বাঁচি।
যাতে ঘামাঙ্কি,ক্লেদাক্ত সমাজের বিষাক্ত রস
আমায় তিক্ত করতে না পারে। 

নিয়ে চলো সবিতা 
সেই পাহাড়ি তাল- পাতার ঝুঁপরিতে।
যেখানে নেই কোন কৃত্রিমতা,
আছে শুধুই উদারতা, কোমলতা। 
যাতে নিত্যকার 
ছোটাছুটি, ঝক্কির দোদুল্যমানতায়
একটু স্নিগ্ধার পরশ ছুঁয়ে যায়- 
সেই বিশালতার, সেই চিরচেনা পবিত্রতার ছোঁয়ায়। 
যাতে শুধুমাত্র একটি মুহূর্ত আমি-
বাঁচি সুন্দরতায়,বাঁচি সতেজতায়।।


এ জাতীয় আরো খবর