সুষমা । অভিনেত্রী।মূলত তিনি খলচরিত্রের অভিনেত্রী ছিলেন। বেশীরভাগ চলচ্চিত্রেই তাঁকে কূটিল চরিত্রে দেখা যেত। কোনো কোনো ছবিতে তিনি কমেডি ধাচের চরিত্রেও অভিনয় করেছেন। সব ধরণের চরিত্রেই তিনি সফলতার সাথে অভিনয় করে গেছেন, জনপ্রিয়তাও পেয়েছেন।
প্রতিভাময়ী অভিনেত্রী সুষমা'র ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুদিবসে এই গুণী অভিনেত্রীর প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তাঁর আত্মার মাগফেরাত কামনা করি।
অভিনেত্রী সুষমা (শামসুন্নাহার) ১৯৪০ সালে খুলনার বাগেরহাট জেলায়, জন্মগ্রহন করেন।
মঞ্চ ও বেতার নাটকের অভিনেত্রী সুষমা এক সময় চলচ্চিত্র অভিনয়ে আসেন। তাঁর অভিনীত প্রথম ছবি 'আঁধিরাত' মুক্তি পায়নি। তাঁর অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য ছবিগুলো হলো- বিন্দু থেকে বৃত্ত, দুটি মন দুটি আশা, রাজমুকুট, অচেনা অতিথি, কে তুমি, গুন্ডা, ফকীর মজনু শাহ্, অলংকার, মধুমিতা, শাপমুক্তি, সুন্দরী, ভাইবোন, কন্যাবদল, অনুরাগ, মাটির মানুষ, নাগিনী কন্যা, ঘরের বউ, পুর্নমিলন, মেঘমালা, গড়মিল, বন্ধন, নাগিন, লাভ ইন সিমলা, কাজল রেখা, মায়ের মর্যাদা, প্রেমবন্ধন, নবাবজাদী, দোস্তী, প্রেমযমুনা, ছুটির ঘন্টা, লালকাজল, শাহী চোর, খোকন সোনা, কালো গোলাপ, পুরস্কার, হারানো সুর, ধনদৌলত, অসম্ভব, রঙিন নবাব সিরাজউদ্দৌলা, লটারি, চোরের বউ, বেদের মেয়ে জোসনা, দোলনা, নির্মম, লক্ষ্মীর সংসার, নিষ্ঠুর, শংখমালা, এই ঘর এই সংসার, বাংলার মা, আমার দেশ আমার প্রেম, প্রভৃতি।
অভিনেত্রী সুষমা বেশীরভাগ চলচ্চিত্রেই খলচরিত্রে অভিনয় করেছেন। কূটচরিত্রে তিনি সফলতার সাথে অভিনয় করে গেছেন, জনপ্রিয়তাও পেয়েছেন। নিজের অভিনয় প্রতিভায়, চরিত্রকে বাস্তবিকভাবে ফুঁটিয়ে তোলার দক্ষতা ছিল তাঁর। কিছু কিছু ছবিতে কমেডি টাইপ চরিত্রেও অভিনয় করেছেন।
চরিত্রাভিনেত্রী হিসেবে যে কোনো চরিত্রে অভিনয় করার স্বক্ষমতা ছিল তাঁর। একজন ভালোমানের অভিনেত্রী ছিলেন তিনি।