টেস্ট-ওয়ানডেকে বিদায় বলা অজি তারকা ডেভিড ওয়ার্নার নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি আগ্রাসী ব্যাটিং পারফরম্যান্স দিয়েই স্মরণীয় করে রাখলেন। তার আগ্রাসী ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাইস্কোরিং প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়েছে ১১ রানে। ৩৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।
শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) হোবার্টে ওয়ার্নার ও জশ ইঙ্গলিসের (২৫ বলে ৩৯) ৯৩ রানের উদ্বোধনী জুটির সহায়তায় সাত উইকেটে ২১৩ রান তুলেছিল অস্ট্রেলিয়া। শেষদিকে মাত্র ১৭ বলে ৩৭* রান করেন টিম ডেভিড।
জবাবে উইন্ডিজের দুই ওপেনার ব্রেন্ডন কিং (৩৭ বলে ৫৩) ও জনসন চার্লস (২৫ বলে ৪২) গড়েন ৮৯ রানের বিস্ফোরক জুটি। এরপর নামে ধস্। শেষদিকে জেসন হোল্ডারের ১৫ বলে ৩৪* রানের ঝড়ো ইনিংসের পরও আট উইকেটে ২০২ রানে থামে উইন্ডিজ। ২৬ রানে তিন উইকেট নেন অ্যাডাম জাম্পা।
টেস্ট ও ওয়ানডেকে বিদায় জানানোর পর দেশের হয়ে প্রথম খেলতে নেমেই ম্যাচসেরা হয়ে ওয়ার্নার বুঝিয়ে দিলেন ২০২৪ টি ২০ বিশ্বকাপ মাতাতে প্রস্তুত তিনি।