দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ২৮ হাজারে পৌঁছেছে। এদিকে রাফার প্রায় ১৩ লাখ ফিলিস্তিনিকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অঞ্চলটিতে অভিযান চালালে ‘বিপর্যয়কর’ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী। দক্ষিণ গাজার আল-আমাল হাসপাতালে অভিযান চালিয়ে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মী, চিকিৎসক, রোগী ও রোগীর স্বজনদের গ্রেপ্তার করেছে ইসরাইলি সেনারা। প্রায় ১০ ঘণ্টা হাসপাতালটিতে তল্লাশি, কর্মীদের এবং রোগীদের জিজ্ঞাসাবাদ ও মারধর করা হয় বলে অভিযোগ করেছে রেডক্রস। সংস্থাটির ল্যাপটপ এবং বিভিন্ন ডিভাইস জব্দ করেছে ইসরাইয়েলিরা।
এর মধ্যে, গাজার ঘনবসতিপূর্ণ রাফাহ এলাকা থেকে প্রায় ১৩ লাখ ফিলিস্তিনিকে সরে যেতে বলেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ঘটনার উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। রাফাহ অঞ্চলে অভিযান চালালে ‘বিপর্যয়কর’ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। এদিকে গাজায় ইসরাইলি হামলাকে ‘মাত্রাতিরিক্ত’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, ইসরাইলি হামলা বন্ধ হওয়া উচিত।
রাফাহ থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সরে যেতে বাধ্য করা বেআইনি বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সেইসাথে নৃশংসতা রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।